প্রকাশিত: Wed, Jun 21, 2023 9:18 PM
আপডেট: Mon, Jan 26, 2026 4:54 AM

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক এটা আমাদের আকাক্সক্ষা: কিরবি

রাশিদুল ইসলাম: যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের (এনএসসি) স্ট্র্যাটিজিক কমিউনিকেশন পরিচালক অ্যাডমিরাল জন কিরবি বলেছেন, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে আমাদের অবস্থান পরিষ্কার করেছি। 

যুক্তরাষ্ট্রে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাষ্ট্রীয় সফর প্রসঙ্গে এসএপির নির্বাহী সম্পাদক মুশফিকুল ফজল প্রশ্ন করেন,  বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসাবে, ভারত কি বাংলাদেশে ভোটাধিকার নিশ্চিত করতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে মার্কিন প্রচেষ্টার সাথে থাকবে?

জবাবে কিরবি বলেন, ভারতের অবস্থান তাদের নিজস্ব এবং দ্বিপাক্ষিক বিষয়। এবিষয়ে তারা তাদের দ্বিপাক্ষিক আলোচনা চালাতে পারে। সুতরাং আমরা কেবল আমাদের অবস্থান জানাতে পারি। এবিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট এবং প্রকাশ্য। আমরা বাংলাদেশে স্বাধীনভাবে সুষ্ঠু নির্বাচন হোক তা দেখতে চাই। 

জন কিরবি আরও বলেন, বাংলাদেশের নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করে এমন ব্যক্তিদের ভ্রমণ সীমাবদ্ধ করতে আমরা আমাদের ভিসা নীতি গ্রহণ করেছি। আমরা এটি সম্পর্কে প্রকাশ্যে এসেছি।

প্রেসিডেন্ট বাইডেন এবং প্রধানমন্ত্রী মোদির মধ্যে বৈঠকের সময় মানবাধিকারের বিষয়ে উদ্বেগ উত্থাপিত হবে কিনা জানতে চাইলে কিরবি বলেন, প্রেসিডেন্ট বাইডেন বিশে^র যেখানেই যান না কেন এবং যে নেতাদের সাথে তিনি সাক্ষাত করেন, মানবাধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করা সাধারণ ব্যাপার। মানবাধিকার বাইডেন প্রশাসনের বৈদেশিক নীতির মূল উপাদান। আপনি অবশ্যই আশা করতে পারেন যে প্রেসিডেন্ট বাইডেন তা করবেন। প্রধানমন্ত্রী মোদি এবং ভারতের মতো বন্ধু এবং অংশীদারদের সঙ্গে মানবাধিকার সম্পর্কে আমাদের উদ্বেগ উত্থাপন করব। প্রেসিডেন্ট বাইডেন এ অবস্থানে অত্যন্ত দৃঢ়। সম্পাদনা: সালেহ্ বিপ্লব